Sasraya News

Saturday, February 15, 2025

Monkey Fever : কর্ণাটকে মাঙ্কি ফিভার, মৃত ২

Listen

সাশ্রয় নিউজ ★ কর্ণাটক : মাঙ্কি ফিভারের (Monkey Fever) থাবা কর্ণাটকে। আতঙ্ক কর্ণাটক জুড়ে। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু জানান, এখন পর্যন্ত কর্ণাটকে ২ জন মাঙ্কি ফিভারে (Monkey Fever)  প্রাণ হারিয়েছেন। তিনি এও জানান, যাতে এই জ্বরে নতুন করে আক্রান্ত না হন সেই জন্য সচেতনতা বৃদ্ধি করতে প্রচারাভিযান চলছে। এবং সেই দিকে সতর্ক দৃষ্টি রাখাও হচ্ছে। উল্লেখ্য যে, জ্বর ও বমির উপসর্গের পাশাপাশি শরীর থেকে রক্তপাতের সম্ভবনা এই জ্বরের উপসর্গ বলে জানা যায়। কর্ণাটকের উদুপি ও চিকমাগালুরে মাঙ্কি ফিভার বা বানর জ্বরে আক্রান্ত হয়ে দু’জন প্রাণ হারান।

ছবি : প্রতীকী 

আরও খবর : Gold Smuggling : সোনা সহ গ্রেফতার ১

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment