



সাশ্রয় নিউজ ডেস্ক ★ তেহট্ট : শ্লীলতাহানির (Molestation) অভিযোগে গণপিটুনি নদীয়ার তেহট্টে। বৃহস্পতিবার তেহট্টের বেতাইয়ের মুক্তদহতে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, ওই সময় তরুণী ঘরে একা ছিলেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় মানুষজনের হাতে ধরা পড়ে এক ব্যক্তি।
তারপর ওই ব্যক্তি স্থানীয় মানুষজন গণপিটুনির শিকার হন বলে খবর। ঘটিনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এবং শ্লীলতাহানির অভিযোগে তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর যে, অভিযুক্তের নাম বগা শেখ। বাড়ি তেহট্ট থানারই তরণীপুর এলাকায়। তিনি পেশায় একজন মাইক ব্যবসায়ী। সুত্রের আরও খবর যে, ওই ব্যক্তি তরুণীর শ্লীলতাহানির পাশাপাশি অপহরণেরও চেষ্টা করেন বলে উল্লেখ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয়।
-প্রতীকী চিত্র
আরও পড়ুন : Iqbal Ahmed Death : প্রয়াত ইকবাল আহমেদ
