Sasraya News

Wednesday, June 18, 2025

Mohammad selim : ‘নিজেদের অপরাধ ঢাকতেই বামেদের দিকে আঙুল তুলছে তৃণমূল কংগ্রেস ‘ : মহম্মদ সেলিম 

Listen

‘নিজেদের অপরাধ ঢাকতেই বামেদের দিকে আঙুল তুলছে তৃণমূল কংগ্রেস ‘ : মহম্মদ সেলিম 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বাম শাসনকালে সরকারের দূর্নীতি নিয়ে সরব শাসক দল। সিপিআই (এম) -এর রাজ্য সম্পাদক শুক্রবার সাংবাদিক বৈঠকে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে জানতে চান, ‘ফাইল কেন দেখানো হচ্ছে না?’ তিনি বলেন, ‘নিজেদের অপরাধ ঢাকতেই বামেদের দিকে আঙুল তুলছে তৃণমূল কংগ্রেস।’ মুখ্যমন্ত্রীর নাম না করে সিপিআই (এম) -এর রাজ্য সম্পাদক বলেন, ‘উনি আগেও বলেছিলেন ফাইল খুলব। এখন বলছেন ফাইল চুরি হচ্ছে। তাহলে ওঁর আমলেই চুরি হচ্ছে। তদন্ত করুন। নিজের অপরাধ ঠেকেতে অন্যকে অপদার্থ  বানাচ্ছেন। বামফ্রন্ট আমলে যোগ্যদের নিয়োগ হয়েছিল বলেই এখনও সরকারি কাজ ঠিকভাবে হচ্ছে। অবসরের পরেও বামফ্রন্ট আমলের কর্মীদের নিয়োগ করতে হচ্ছে।’ এদিনের সাংবাদিক বৈঠকে সিপিআই(এম) -এর রাজ্য সম্পাদক মুখ্যমন্ত্রীর ধর্নাকে কটাক্ষ করেন।

ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment