



সাশ্রয় নিউজ ★ কলকাতা : গতকাল বৃহস্পতিবার, আলিপুরদুয়ারে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস (TMC) সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি রাজ্যের পাঁচটি প্রধান সমস্যা তুলে ধরেন: শিক্ষা ব্যবস্থার দুরবস্থা, বেকারত্ব, নারী নিরাপত্তার অভাব, দুর্নীতি এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নে বাধা। প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেন, টিএমসি সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না এবং গরিবদের কাছ থেকে ‘কাটমানি’ ও কমিশন আদায় করছে।
তিনি আরও বলেন, “মা, মাটি, মানুষ” স্লোগান দিয়ে TMC সরকার নারী ভোটারদের ব্যবহার করেছে, কিন্তু আজ মা, মাটি ও মানুষ সবাই অসন্তুষ্ট। তিনি সন্দেশখালির ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, রাজ্য সরকার অভিযুক্তদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে।
মোদী অভিযোগ করেন যে, রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা জনগণের কাছে পৌঁছাতে দিচ্ছে না এবং গরিবদের কাছ থেকে ‘কাটমানি’ ও কমিশন আদায় করছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ করেন। তিনি বলেন, “আপনার যদি সাহস থাকে, তাহলে আগামীকালই নির্বাচন করুন।” তিনি আরও বলেন, “আপনারা সিঁদুর বিক্রি করছেন, কিন্তু আমেরিকার সামনে নীরব থাকেন।” মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য অর্থ বন্ধ করে দিয়েছে, যেমন ১০০ দিনের কাজের ৬০০০ কোটি টাকা এবং ওবিসি স্কলারশিপের টাকা। তিনি বলেন, “আমি ভিক্ষা চাই না, আমাদের প্রাপ্য বুঝে নেব।” তিনি আরও বলেন, CAA ও NRC বাংলায় কার্যকর করতে দেবেন না। তিনি বলেন, “সিএএতে আবেদন করলেই আপনারা বিদেশি হয়ে যাবেন।”
এই রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে, রাজ্যের বরখাস্ত হওয়া শিক্ষকরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। তারা শুক্রবার ‘নবান্ন অভিযান’ কর্মসূচি ঘোষণা করেছেন।
ছবি : সংগৃহীত
আরও খবর : PM Narendra Modi : “আমাদের বোনেদের সিঁদুর ওরা মুছেছিল। আমাদের সেনা ওদের আমাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে” : প্রধানমন্ত্রী
