



সাশ্রয় নিউজ ★ সন্দেশখালি : বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) সন্দেশখালি (Sandeshkhali) পৌঁছলেও পরে পুলিশী বাধার মুখে পড়তে হয়। পুলিশের সঙ্গে বাম-নেত্রীদের উত্তপ্ত বাক্য বিনিময়ও শুরু হয়। যুব নেত্রী পুলিশের কাছে জানতে চান, কেন তাঁরা এলাকায় পৌঁছতে পারবেন না। ১৪৪ ধারা জারি থাকলেও ২ জন প্রতিনিধি এলাকায় যেতে পারবেন। রাজি হননি পুলিশ। পুলিশের সঙ্গে বাক্য বিনিময়ের সময়েই এক বাম নেত্রী মীনাক্ষীকে সাবধান করে বলতে শোনা যায়, “ব্যাগ সামলে রাখো। অস্ত্র ঢুকিয়ে দিতে পারে।” বাম যুব নেত্রী পাল্টা প্রশ্ন ছোঁড়েন, ”অস্ত্র কী ঢোকাবে?” ওই বাম নেত্রী তখন বলেন, “ওঁদের তো বলা যায় না… “! উল্লেখ্য যে, অতীতেও রাজ্য পুলিশের দিকে আস্থা দেখাননি বামেরা। আজকেও তাঁদের কণ্ঠে এহেন বাক্য বিনিময় প্রমাণ করে যে, বামেরা রাজ্যপুলিশের ওপর কোনও রকম আস্থা রাখতে পারছেন না। -সংগৃহীত ছবি
আরও পড়ুন : Manohar Joshi Demise : প্রয়াত মনোহর যোশী
