Sasraya News

Saturday, February 8, 2025

Mimi Chakraborty : তৃণমূল সুপ্রিমোর কাছে ইস্তফা সাংসদ মিমি চক্রবর্তীর

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)  ইস্তফা ‘ দিলেন সাংসদ পদ থেকে। বৃহস্পতিবার যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ-অভিনেত্রী বিধানসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর ইস্তফাপত্র দেন বলে উল্লেখ।

রাজনীতির প্রতি বিরক্ত মিমি (Mimi Chakraborty)  সাংবাদিকদের স্পষ্ট বলেন, ”রাজনীতি আমার জন্য নয়। আমি এটা বিশ্বাস করি। কারণ রাজনীতিতে এলে অনেকে একটা লাইসেন্স পেয়ে যায়। জাস্ট র‍্যানডাম গালাগালি দেওয়া হয়, কিছু করো আর না করো। এটা আমার রুচি নয়।’’ এখানেই থামেননি যাদবপুর লোকসভাকেন্দ্রের সাংসদ। তাঁর কথায়, “হয়ত আপনারা মনে করবেন এটা কোনও কারণই নয়। কিন্তু আমার কাছে এটা একটা বড় কারণ। আমি কোনও রাজনীতিক নই, হতেও চাই না। মানুষের কর্মী হয়ে কাজ করতে চাই। কোনও দিন কারও বিরুদ্ধে কথা বলিনি, অন্য দলের বিরুদ্ধেও নয়।” কিন্তু সাংসদ পদ থেকে ইস্তফা দলের নেত্রীর কাছে কেন? তিনি এবিষয়ে জানান, যেহেতু দল তাঁকে প্রার্থী করেছে। তাই তিনি দলের সুপ্রিমোকেই ইস্তফাপত্র প্রথম দেন। এরপরে তিনি ইস্তফা গ্রহণ করলে, লোকসভার স্পিকারের কাছেও তিনি তাঁর ইস্তফা পত্র পাঠাবেন বলে উল্লেখ।

পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সাংবাদিকদের জানান, “উনি আমাকে বাচ্চার মতো ট্রিট করেন। খুবই স্নেহ করেন।” তাঁর অভিযোগ তিনি কাজ করতে গিয়ে বাধা পান। সে বিষয়ে  তাঁর বক্তব্য, “আমার যে অভিযোগ ছিল, সেটা আমি দিদিকে জানিয়েছি। দেখি উনি কি স্টেপ নেন। কাদের কাছ থেকে বাধা পেয়েছি, সেটা আমার দলের সুপ্রিমোকে জানিয়েছি।” -ফাইল চিত্র 

আরও খবর : Dev : দেবকে ইডি নোটিশ দেওয়ার পরে সাংবাদিক বৈঠক কুণালের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment