Sasraya News

Saturday, February 15, 2025

Michael A. Panja : প্রতিবন্ধকতা ছিল বলেই আজ আমি সাফল্যের মুখ দেখতে পেরেছি : মাইকেল এ.পাঁজা

Listen

সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী মাইকেল এ. পাঁজা (Michael A. Panja)  সাফল্যের সিঁড়ি বেয়ে বর্তমানে জি.ডি গোয়েঙ্কা পাবলিক স্কুল দক্ষিণেশ্বর -এর প্রশাসনিক প্রধান ও লিগ্যাল অফিসার। এর আগে তিনি প্যাটারসন ডে স্কুলের অধ্যক্ষের পদ দক্ষতার সঙ্গে সামলেছিলেন। পাশাপাশি সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। ওঁর সঙ্গে আলাপচারিতায় : পিনাকী চৌধুরী।

 

 

 

প্রশ্ন : একটার পর একটা সিঁড়ি ভেঙে যখন আপনি সাফল্যের পথে অগ্রসর হয়েছেন, তখন কোনও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল?
মাইকেল : অবশ্যই হয়েছে। প্রতিবন্ধকতা ছিল বলেই আজ আমি সাফল্যের মুখ দেখতে পেরেছি। তবে আজও কিন্তু আমার পা মাটিতে রয়েছে।
প্রশ্ন : আপনি বর্তমানে জি.ডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের প্রশাসনিক প্রধান, পাশাপাশি বিভিন্ন সমাজসেবা মূলক কাজও করে থাকেন। ভারসাম্য রক্ষা করেন কীভাবে?
মাইকেল : আমি মনে করি, আমাদের প্রত্যেকেরই পেশাগত দায়িত্ব পালন করবার পাশাপাশি সমাজের প্রতি ‌‌‌‌‌‌দায়বদ্ধতাও রয়েছে। সেখান থেকেই প্রেরণা পাই!
প্রশ্ন : আজ বলে নয়, গত কুড়ি পঁচিশ বছর ধরেই আলোর থেকে অন্ধকারের টানটা একটু বেশি! কীবলবেন?
মাইকেল : হ্যাঁ, ঠিকই। মনে আছে, আমরা যখন ছাত্র ছিলাম, তখন একটা নিয়মানুবর্তিতা ছিল। আমরা শৃঙ্খলাপরায়ণ ছিলাম। এখন কোথায় যেন সেইসবে সামান্য হলেও ভাটা পড়েছে।
প্রশ্ন : আর জি কর কাণ্ডে সারা দেশ তোলপাড় হচ্ছে। আপনি পথে নেমে প্রতিবাদ সংগঠিত করেছেন?
মাইকেল : বর্তমানে আমি রোটারি ক্লাব অব ক্যালকাটা কোয়েস্ট এর সভাপতি। ওখান থেকেই পথে নেমে প্রতিবাদ সংগঠিত করেছি।
প্রশ্ন : আওনি মূলত কী ধরনের সমাজসেবার সঙ্গে যুক্ত?
মাইকেল : আমরা রোটারি ক্লাব থেকে শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন ধরনের সমাজসেবা করে থাকি। দুঃস্থ, অসহায়দের বিনামূল্যে চোখের ছানি অপারেশন, বিনামূল্যে তাঁদের চশমা প্রদান করে থাকি। এছাড়াও মেধাবী অথচ দরিদ্র ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করি!
প্রশ্ন : আপনি ২০১৭ সালে রোটারি ক্লাব থেকে ‘শিক্ষারত্ন ‘ সম্মান লাভ করেছিলেন। সেই বিষয়ে যদি বলেন…
মাইকেল : হ্যাঁ, ২০১৭ সালে শিক্ষা ক্ষেত্রে সামগ্রিক অবদান এবং সমাজসেবার জন্য আমাকে রোটারি ক্লাব শিক্ষারত্ন সম্মান দিয়েছিল। প্রশ্ন : সুশিক্ষা, ভদ্রতা এবং মার্জিত ভাষায় বাক্যালাপ একই সরলরেখায় চলে! মানবেন আপনি?
মাইকেল : কিছুটা ঠিক। তবে এমনও দেখেছি যে, সুশিক্ষিত হয়েও একজন ব্যক্তির ভদ্রতা এবং মুখের ভাষা ঠিক নয়! বিপরীত চিত্রও তাই!

আরও পড়ুন : RG Kar Doctor’s Protest : ‘আমরা ভিতরে যাব। আমাদের ডেপুটেশন জমা নিতে হবে।’ : দাবী জুনিয়র চিকিৎসকদের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment