



মেক্সিকোয় বন্দুকবাজের হামলায় নিহত ১৮
সাশ্রয় নিউজ : মেক্সিকোয় একদল বন্দুক বাজের হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা নির্দিষ্ট করে জানা যায়নি। সংবাদসুত্রে খবর, এই ঘটনার দ্বায় স্বীকার করেছে, ‘লস টেকুইলেরা ‘ নামে একটি সমাজবিরোধী সংগঠন। গত বুধবার সান মিগুয়েল টোটোল্যাপণ শহরে বন্ধুকবাজের দল এলোপাতাড়ি গুলি চালায় বলে জানা যায়। এই হামলায় স্থানীয় অনেক সাধারণ মানুষগুলিবিদ্ধ হয়েছেন। জানা যাচ্ছে, নিহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। নিহতদের মধ্যে একজন মেয়র ও মেয়রের বাবা (প্রাক্তন মেয়র) নিহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক বলে সংবাদমাধ্যমের খবর।
