



সাশ্রয় নিউজ ডেস্ক ★ নুয়োভা লিওন : মেক্সিকোতে (Mexico) একটি নির্বাচনী প্রচার মঞ্চ ভেঙে মৃত্যু অন্তত ছয় জনের। আহত একাধিক। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর মেক্সিকোর নুয়োভা লিওন প্রদেশের সান পেড্রো গারজা গার্সিয়া শহরে দেশটির রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার ছিল মধ্য-বাম দলের। উপস্থিত ছিলেন প্রার্থী আলভারেজ মেয়নেজ। গত বৃহস্পতিবার আচমকা জোরালো বাতাস ওঠে। তাতেই ভেঙে পড়ে মঞ্চ। ঘটনায় অন্তত ছয় জনের প্রাণহানি হয়। তাঁদের ভেতর শিশুও ছিল বলে খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে। ঘটনায় আহত অন্তত ৫০ জন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। আলভারেজ মেয়নেজ বলেন, ‘‘গানের জন্য বাদ্যযন্ত্র নিয়ে যাঁরা উঠেছিলেন মঞ্চে, আমি দেখি, তাঁরা হাওয়ার ধাক্কায় ছিটকে পড়ছেন। ক’য়েকজন ছুটে নিরাপদ জায়গায় পৌঁছলেও সবাই পারেননি।’’ উল্লেখ্য, মঞ্চ ভেঙে পড়তেই রাষ্ট্রপতি পদপ্রার্থী মেয়নেজকে সরিয়ে নেওয়া হলেও প্রাণ হারান ও আহত হন তাঁর দলের বেশ কিছু সমর্থক। ঘটনায় গভীর শোকাবহ তৈরি হয় দেশটিতে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Buddha Jayanti Celebrations : বুদ্ধ জয়ন্তী উদযাপন
