Sasraya News

Menaka Gambhir : মেনকা গম্ভীর-এর মামলা খারিজ, কলকাতা হাই কোর্টের রায় 

Listen

মেনকা গম্ভীর-এর মামলা খারিজ, কলকাতা হাই কোর্টের রায় 

সাশ্রয় নিউজ : মেনকা গম্ভীর-এর করা আদালত অবমাননা মামলা খারিজ করে দিল হাই কোর্ট। আজ কলকাতা হাই কোর্টে, বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মামলাটি খারিজ করেছেন। এই মামলা সম্পর্কে বলেন, ‘ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা হয় এধরনের কোনও কাজ করেনি ইডি এবং অভিবাসন দফতর।’ কলকাতা হাই কোর্ট এই মামলা সম্পর্কে আরও জানিয়েছে, ‘চিকিৎসার জন্য বাইরে যাওয়া অথবা অন্য কোনও আবেদন থাকলে আলাদা করে মামলা করতে হবে। অবমাননার মামলায় নতুন করে কোনও আবেদন করা যায় না।’
প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর শ্যালিকা মেনকা গম্ভীরের মামলার শুনানি হয়েছে গতকাল কাল। আজ তাঁর করা আদালত অবমাননা মামলার রায় দিল কলকাতা হাই কোর্ট।
কলকাতা বিমান বন্দরে মেনকা গম্ভীরকে ব্যাঙ্কক যাওয়ার উড়ানে উঠতে বাধা দিয়েছিল অভিবাসন দপ্তর। ঘটনার পরে মেনকা হাই কোর্টের দ্বারস্থ হন। আদালত অবমাননার মামলা করেন কলকাতা হাই কোর্টে। আজ কলকাতা হাই কোর্টে সেই মামলা খারিজ করে দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read