Sasraya News

Wednesday, June 18, 2025

Menaka Gambhir : আগামীকাল মেনকা গম্ভীরের মামলার রায়

Listen

 

আগামীকাল মেনকা গম্ভীরের মামলার রায়

সাশ্রয় নিউজ : কলতাতা হাই কোর্টে আদালত অবমাননা মামলার শুনানি ছিল বৃহস্পতিবার।

গত ৩০ আগস্ট বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, কলকাতায় মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাদ করতে পারবে। কিন্তু তাঁর বিরুদ্ধে কড়া কোনও ব্যবস্থা নিতে পারবে না।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর অভিযোগ করেছিলেন, আদালতের নির্দেশ অমান্য করে তাঁকে এয়ারপোর্টে হেনস্থা করা হয়। যা আদালত অবমাননা।
এদিন আদালতে ই ডি-এর আইনজীবী এস.ভি. রাজু বিচারককে মেনকা গম্ভীর-এর ‘আদালত অবমাননা ‘ মামলায় বলেন, ‘ঠিক হয়নি।, কিন্তু এটা ইচ্ছাকৃত না। আদালত অবমাননা না, হয়রানি হতে পারে।’

মেনকা গম্ভীরের মামলার শুনানি পর্ব সমাপ্ত হয়েছে। রাত পোহালেই এই মামলার রায় দেবে আদালত। এখন অপেক্ষা শুক্রবার আদালত অবমাননা মামলায় কী রায়দান করেন হাই কোর্ট।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment