Sasraya News

Wednesday, June 18, 2025

Mathabhanga : শীতলকুচি থানার বাজি উদ্ধার অভিযান 

Listen

শীতলকুচি থানার বাজি উদ্ধার অভিযান 

শীতলকুচি ★ সাশ্রয় নিউজ : দেশের সর্বোচ্চ ন্যায়ালয় নিষিদ্ধ করেছে শব্দ বাজি। তবু দেশের বিভিন্ন স্থানে রমরমিয়ে চলছে শব্দ বাজি ক্রয় বিক্র‍য়। ইতিমধ্যে দেশের ও রাজ্যের বিভিন্ন স্থানে শব্দবাজি উদ্ধারে নেমে প্রচুর শব্দবাজি উদ্ধার করেছে। সেই সঙ্গে গ্রেফতার হয়েছে শব্দবাজি বিক্রেতা। 

    ‘দেশের সুপ্রিম কোর্ট যখন নিষিদ্ধ করেছে শব্দ বাজি বিক্রি, তখন কীভাবে তা বিক্রি-বাটোয়ারা চলছে অবাধে?’ প্রশ্ন আমজনতার। সুভাষ সরকার নামে একজন ব্যক্তি বললেন, ‘শব্দবাজির দৌরাত্ম বন্ধ হওয়া উচিত। এতে বিশেষ কিছু জটিল রোগাক্রান্ত মানুষের অসুবিধায় পড়তে হয়। ইদানীং এছাড়াও Asthma, হৃদরোগীদের শব্দবাজিতে জটিলতা তৈরি হয়। বর্তমান সময়ে এইসব রোগের সংখ্যা বেড়েছে। প্রবীণদের জন্যও অসুবিধা।’ 

    শীতলকুচি থানার পুলিশ একটি অভিযান চালিয়ে উদ্ধার করল প্রচুর শব্দ বাজি। রবিবার শীতলকুচি থানা ডাকঘরা বাজার থেকে শব্দবাজি বিক্রেতাকে গ্রেফতার করেছে। এবং উল্লেখ যে, পুলিশ ওই ব্যক্তির থেকে উদ্ধার করেছে মজুত শব্দবাজি। পুলিশসূত্রের খবর, ১২০ প্যাকেট বাজি উদ্ধার হয়েছে। ননীগোপাল পাল নামে ধৃত ব্যক্তির নামে মামলা রুজু করা হবে বলে খবর। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment