



সাশ্রয় নিউজ ★ মুম্বাই : প্রয়াত হয়েছেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মনোহর যোশী (Manohar Joshi Demise)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি মহারাষ্ট্র-এর প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া মহারাষ্ট্রের রাজনৈতিক মহলেন। শোক প্রকাশ করেছেন, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এক্স-এ তিনি তাঁর শোকবার্তায় লেখেন, ‘মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লোকসভার প্রাক্তন স্পিকার মনোহর যোশীর মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল।” দেবেন্দ্র ফড়নবীশ আরও লেখেন, “মহারাষ্ট্রের রাজনৈতিক-সামাজিক, শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান কখনও ভোলার নয়।” প্রসঙ্গত উল্লেখ্য যে, শুক্রবার শেষ রাতে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে বর্ষীয়ান রাজনীতিবিদ তাঁর অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন। ২১ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসারত অবস্থাতেই তাঁর প্রয়াণ হয়। -ফাইল চিত্র
আরও খবর : ED : শাহজাহানের আগাম জামিনের বিরোধিতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
