



সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের আধার ক’য়েকটি পরিবারের আধার কার্ড (Aadhar Card) নিস্ক্রিয় হয়ে যায়, এবিষয়ে সরগরম হয়ে ওঠে রাজ্যের রাজনীতি। সূত্রের খবর, ৮০ টি পরিবারের আধার নিস্ক্রিয়তা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। উল্লেখ্য যে, লোকসভা নির্বাচনের আগে আধার নিস্ক্রিয় হওয়ার ঘটনায় রাজ্যের শাসক ও বিরোধী দল রাজনৈতিক আসরে নামে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় আধার ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বর চড়ান। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-এ লেখেন, “পশ্চিম বাঙলার এসসি, এসসি, ও ওবিসি সম্প্রদায়ের মানুষদের আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার নিন্দা করছি। রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম পরামর্শ ছাড়াই আধার কার্ড নিষ্ক্রিয় করার একপেশে সিদ্ধান্ত একেবারে খারাপ।” মুখ্যমন্ত্রী আরও লেখেন, “লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত করার পরিকল্পনা হল এই আধার কার্ড নিষ্ক্রিয় করার প্লট। আমরা সবাই ভারতবাসী। প্রতিটি নাগরিক পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা নিতে পারবে। তাতে তাদের আধার কার্ড থাকুক বা না থাকুক।” রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আধার ইস্যুতে জানান, ও”ই আধার সমস্যা তৈরি হয়েছে, আধার কার্ডের রাঁচী অসিসের ভুলে।” এবিষয়ে বিজেপির দিকে নিশানা করেন রাজ্য বিজেপির মুখপাত্র কুণাল ঘোষ। ছবি : সংগৃহীত
আরও খবর : Sandeshkhali Incident : তীব্র যন্ত্রণার ভেতর রয়েছেন সন্দেশখালির মহিলারা : রেখা শর্মা
