Sasraya News

Saturday, February 15, 2025

Mamata Banerjee : “যতক্ষণ না সে ক্ষমা চাইবে, পায়ে না ধরবে ততক্ষণ ঊষারানি মণ্ডলকে আমরা মানি না…” : মমতা বন্দ্যোপাধ্যায়

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ হড়োয়া : উত্তর চব্বিশ পরগণার হড়োয়ার জনসভা থেকে নিজের দলেরই বিধায়কের ওপর রাগ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তৃণমূল সুপ্রিমো বসিরহাটের লোকসভার প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভা করেন। সেই জনসভায় গরহাজির ছিলেন মিনাখাঁ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ঊষারাণী মণ্ডল। তৃণমূল সুপ্রিমো প্রকাশ্য জনসভায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “যাঁরা আজ মিটিংয়ে না এসে মনে করছেন তৃণমূলের কংগ্রেসের বিধায়ক থাকবেন, আর মিটিংয়ে আসবেন না। তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না। ব্লকের যাঁরা আছেন, সংগঠনের যাঁরা আছেন তাঁরা দেখে নেবেন। যতক্ষণ না সে ক্ষমা চাইবে, পায়ে না ধরবে ততক্ষণ ঊষারানি মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না।” দলীয় বিধায়কের প্রতি দলের সুপ্রিমোর এহেন বক্তব্য রাজনৈতিক ওয়াকিবহাল মহলে সমালোচনা সৃষ্টি করে। এদিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো বিরোধী রাজনৈতিক দলগুলির দিকে তোপ দাগেন বলেও উল্লেখ। উল্লেখ্য ১ জুন লোকসভার শেষ দফার ভোট বসিরহাট সহ রাজ্যের অন্যান্য বাকী কেন্দ্রগুলিতে। 

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Left-Congress Rally : দমদমে সুজন চক্রবর্তী’র সমর্থনে বাম-কংগ্রেসের মিছিল

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment