



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : কটাক্ক মমতা বন্দ্যোপাধ্যায়-এর (Mamata Banerjee) বৃহস্পতিবার বড় বাজারে দলীয় প্রার্থীর প্রচারে যান মমতা। এই কেন্দ্রে কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়-এর প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের কটাক্ষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, ”ওঁর এই মন্তব্যের অর্থ আমি ঠিক বুঝলাম না। আমাদের সবার তো মা-বাবা আছে। কিন্তু উনি কী বলতে চাইলেন, আমি অন্তত বুঝিনি।” কী বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, ওই সভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে দলীয় প্রার্থীকে জেতানো আহ্বান জানান বলে উল্লেখ।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Murshidabad : পরকীয়ার সন্দেহে যুবক খুন
