Sasraya News

Wednesday, April 23, 2025

Mamata Banerjee : প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই চিঠিতে উল্লেখ, খুন ও ধর্ষণের বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে এক্স (সাবেক ট্যুইটারে) ওই চিঠি পোস্ট করে মুখ্যমন্ত্রী ক্যাপশনে লেখেন ‘আজকে আমি এই চিঠি ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে লিখেছি। মুখ্যমন্ত্রী লেখেন, ”দেশে ধর্ষণ, খুনের ঘটনা বেড়েই চলেছে। যে তথ্য আসছে, তাতে সারা দেশে একদিনে প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে। মহিলাদের নিরাপত্তা দায়িত্ব সকলের। এই নৃশংসতা শেষ হওয়া দরকার।”

 

মুখ্যমন্ত্রীর চিঠি। ছবি : এক্স হ্যাণ্ডেল

 

মুখ্যমন্ত্রীর চিঠিতে উল্লেখ, ফাস্ট ট্যাক স্পেশাল কোর্টে এই সমস্ত মামলা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি দরকার বলে উল্লেখ। একই সঙ্গে তিনি লেখেন, এই সব মামলা ১৫ দিনের ভেতর বিচার প্রক্রিয়া নিষ্পত্তি করার দাবী তোলেন বলে উল্লেখ।

প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্যে তথা দেশ। এমতাবস্থায়, প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক ওয়াকিবহাল মহলের।

ছবি : আন্তর্জালিক 

আরও খবর : RG Kar protest : ‘দোষীর যেন কড়া শাস্তি হয়’ : সানা গঙ্গোপাধ্যায়

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment