Sasraya News

Mamata Banerjee : ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে অভিষেক ও দলের অন্যান্য নেতৃত্ব

Listen

ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে অভিষেক ও দলের অন্যান্য

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রেড রোডে ধর্নায় বসেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রায়েছেন সুব্রত বক্সি, চন্দ্রিমা ভট্টাচার্য, সুখেন্দু শেখর রায় প্রমুখ নেতৃত্ব। ধর্মতলার সভা শেষ করে ধর্নায় যোগ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ধর্না মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের ওপর রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে বক্তব্য পেশ করেন তৃণমূল নেতৃত্ব। মঞ্চে ওয়াশিং মেশিন নিয়ে ধর্না আন্দোলন চালাচ্ছেন তাঁরা। তৃণমূল নেতৃত্ব ওয়াশিং মেশিনকে প্রতীক হিসেবে তুলে ধরেন নেতৃত্ব। ‘কালো হল সাদা ‘ বলে স্লোগানদেন ধর্নাকারীরা। নেতৃত্ব ধর্না মঞ্চ থেকে দাবি করেন, ‘বিজেপিতে গেলেই মুছে যায় দূর্ণীতির দাগ।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read