



সাশ্রয় নিউজ ★ কলকাতা : আধার ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেশ কিছু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। সেই ইস্যুতে আজকেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নবান্নে সাংবাদিক বৈঠকে কেন্দ্রকে বিঁধলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এটা পশ্চিমবঙ্গ, দিল্লি নয়। এখানে কোন গরীব মানুষকে না খেতে পেয়ে মরতে দেব না আমি’। মমতা বন্দ্যোপাধ্যায় এও জানান, আধার কার্ড যাঁদের বাতিল হয়ে গিয়েছে তাঁরা দ্রুত রাজ্য সরকারের পোর্টালে আবেদন করুন। তাঁর কথায়, বাতিল আধার কার্ডের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার। যাঁদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে তাঁরা আগামীকাল থেকে ‘আধার সমস্যার পোর্টাল’-এ আবেদন করতে পারবেন। ছবি : সংগৃহীত
আরও খবর : PM Narendra Modi : ৭ মার্চ বারাসতে জনসভা করবেন প্রধানমন্ত্রী, জানালেন বিজেপি রাজ্য সভাপতি
