



ওড়িশা উড়ে যাওয়ার আগে জানিয়ে গেলেন মুখ্যমন্ত্রী, ধর্নায় বসবেন ২৯ ও ৩০ মার্চ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ওড়িশা উড়ে যাওয়ার আগে ফের আরেকবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রাজ্যর সঙ্গে বঞ্চনা করছেন। কেন্দ্রীয় সরকারের অবস্থানকে মুখ্যমন্ত্রী ‘স্বৈরাচারিতা’ বলে উল্লেখ করেন বলে উল্লেখ। তিনি বলেন, ১০০ দিনের কাজ, গ্রামীণ রাস্তা ঘাট প্রভৃতি খাতে সরকারের আচরণ বঞ্চনামূলক। মুখ্যমন্ত্রী ২৯ ও ৩০ মার্চ আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণায় বসবেন বলে উল্লেখ। তিনি জানান, “এ বারেও বাজেটে বাংলাকে একটা পয়সা দেয়নি। একমাত্র বাংলাকেই কিছু দেওয়া হয়নি। আবাস যোজনায় টাকা দেয়নি। দেয়নি আগের বকেয়া টাকাও। ৫৫ লক্ষ বাড়ির টাকা বাকি পড়ে রয়েছে। ১২ হাজার গ্রামের খারাপ রাস্তা সারিয়ে নতুন করে দিচ্ছি আমরা। সব নিজেদের টাকায় করছি। ১০০ দিনের কাজ, রাস্তা, আবাস নিয়ে কেন্দ্রের কাছ থেকে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাই বিভিন্ন খাতে।”
২ দিনের সফরে ওড়িশা গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক-এর সঙ্গে সাক্ষাৎ-এর পাশাপাশি বিভিন্ন দর্শণীয় স্থান ঘুরে দেখবেন বলে বিশেষ সূত্রে খবর। এটি মুখ্যমন্ত্রী ব্যক্তিগত সফর হিসেবে উল্লেখ করলেও রাজনৈতিক সমালোচকরা এই সফরের অভ্যন্তরে রাজনৈতিক যোগ দেখছেন।
-ফাইল চিত্র
