Sasraya News

Wednesday, April 23, 2025

Malda Medical College : রাজ্যে পঞ্চম আই ব্যাঙ্ক মালদা মেডিক্যাল কলেজে

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ মালদা : রাজ্যের পঞ্চম আই ব্যাঙ্ক স্থাপিত হল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Malda Medical College and Hospital) বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন হয় ওই আই ব্যাঙ্কের। এবং এদিনই দু’জনের চোখে কর্নিয়া প্রতিস্থাপন হয়। দু’জন ফিরে পেয়েছেন দৃষ্টিশক্তি। মালদার পার্শ্ববর্তী জেলাগুলির জন্যও খুলে গেল নতুন দরজা, মত জেলাবাসীর। এদিন উদ্বোধন অনুষ্ঠান মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় উচ্ছ্বসিত ভাবে অনুষ্ঠানের তদারকি করেন। তিনি বলেন, “আই ব্যাঙ্ক ছিল না বলে মালদহে চোখের কর্নিয়ার অপারেশন সম্ভব হচ্ছিল না। জেলার রোগীদের এই চিকিৎসার জন্য বাইরে যেতে হত। অবশেষে রাজ্য সরকারের প্রচেষ্টায় এটা চালু করা সম্ভব হয়েছে।” তিনি আরও বলেন যে, “এদিন দু’জনের কর্নিয়া পরিবর্তন করা হয়। মালদহ ছাড়াও পাশের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ সুবিধা পাবেন।” এদিন উপস্থিত ছিলেন বিভাগীয় নোডাল অফিসার অনিল কুমার ঘাটা। সূত্রের খবর যে, রাজ্যে কর্নিয়ার অপেক্ষায় আছেন ১২ হাজার জন। ২০২৩ সালে কর্নিয়া পাওয়া যায় মাত্র চার হাজার। আই ব্যাঙ্ক স্থাপনের ফলে আরও বেশি মানুষ দৃষ্টি ফিরে পাবেন বলে প্রত্যাশা চক্ষু বিশেষজ্ঞদের। পাশাপাশি তাঁদের আহ্বান, মৃত্যুর সময় যদি কেউ চক্ষুদান করেন, তবে আই ব্যাঙ্ক (Eye Bank) ৬ ঘন্টার ভেতর সংগ্রহ করে নেবেন। সর্বসাধারণের এবিষয়ে আরও সচেতন হলে আরও অনেকেই চোখের আলো পেতে পারেন, মত চক্ষু বিশেষজ্ঞদের বড় অংশের।

ছবি: সংগৃহীত 

আরও পড়ুন : Nusrat Jahan : সাধন জায়ার প্রচারে নুসরাত

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment