



মালদায় ভাঙনে তলিয়ে গেল ৮ টি বাড়ি
সাশ্রয় নিউজ ★ মালদা : ফের ভাঙনের গ্রাসে মালদা। আজ বুধবার সকালবেলা নদী ভাঙনে তলিয়ে যায় আটটি বাড়ি। জেলার রতুয়ার এই ভাঙনে আতঙ্কিত এলাকাবাসী। অনেকেই নিজস্ব ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন দূরে পরিচিতদের বাড়ি কেউ কেউ আশ্রয় শিবিরে। বৃষ্টির জেরে গঙ্গার জলস্তর বৃদ্ধি পায়, তার ফলেই ভাঙন বলে প্রশাসন সূত্রে খবর। এর আগেই এই অঞ্চল ভাঙন পীড়ায় আক্রান্ত। সুতরাং ভাঙনের ঘা নতুন নয় এলাকাবাসীদের কাছে। কিন্তু কে জানত এবারও সর্বগ্রাসী হয়ে উঠবে গঙ্গা! কপাল চাপড়াচ্ছেন মানুষজন। এলাকাবাসীরা জানান, গঙ্গা সন্নিহিত একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ক্ষেত, বাগান তলিয়ে যাওয়ার আশঙ্কায় কপালে হাত অনেক বাসিন্দাদেরই। এর পরে কী হবে কেউ-ই জানেন না! ভাঙন রোধে সরকারের আরও বেশি হস্তক্ষেপ দাবী করেন রতুয়াবাসীরা।
-ফাইল চিত্র
