Sasraya News

Thursday, June 19, 2025

Malda : পঞ্চায়েত প্রধানের স্বামীর হাতে বন্ধুক, সোশাল মিডিয়ায় ভাইরাল ছবি 

Listen

পঞ্চায়েত প্রধানের স্বামীর হাতে বন্ধুক, সোশাল মিডিয়ায় ভাইরাল ছবি 

সাশ্রয় নিউজ : মালদহে তৃণমূল নেতার হাতে বন্ধুক নিয়ে একটি ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই ছবিটি ঘিরে  তরজা শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। জানা বিজেপির পক্ষে দাবি করা হয় যে, এলাকায় আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন-এর আগে সন্ত্রাস সৃষ্টি কর‍তে চাইছে তৃণমূল। পাল্টা, তৃণমূলের পক্ষে দাবি, বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলেই কুৎসা করছে তৃণমূল। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তিনি জানান, ওটা মেলার খেল না বন্ধুক। ইয়ারগান। মেলায় বেলুন ফাটানোর জন্যেই তিনি ওটা হাতে নিয়েছিলেন। ওই ছবিটি তুলে কেউ সোশাল মিডিয়ায় ছেড়েছে। বিজেপির অভিযোগ সত্যি নয়। 

উল্লেখ্য, জানা যায় যে, বন্ধুক হাতে ওই তৃণমূল নেতার নেতার নাম মোঃ আলাউদ্দিন (সেন্টু)। তিনি হরিশচন্দ্রপুর-২ ব্লকের  মালিওর-২ গ্রাম পঞ্চায়েত প্রধান রতিকা আখতারির বর। এই ঘটনার ব্লক ও জেলা শাসক ও বিরোধীদের মধ্যে তরজা তুঙ্গে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment