



দুই সীমান্ত প্রহরীর প্রাণ বাঁচালেন স্থানীয়রা
সাশ্রয় নিউজ : অব্যাহত মালদার ভাঙন গ্রাস, দুই জওয়ান ভাঙনের কবলে পড়েও স্থানীয়দের আপ্রাণ চেষ্টায় প্রাণ ফিরে পেলেন কোনও রকমে।
উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বেড়েছে। আবহাওয়া দপ্তর আগাম জানিয়েছিল, উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। সমগ্র উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির সতর্কতা ছিল। বিগত ক’য়েক দিন ধরে বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণের জেলাগুলিতে। সাধারণ মানুষের শারদোৎসবের আনন্দ কিছুটা হলেও ম্লান করেছে ছন্দহীন বৃষ্টি। এর ফলে নদীগুলিতেও জলস্তর বেড়ে গিয়েছে। জলস্তর বেড়েছে গঙ্গাতেও। ভাঙনের কবলে মালদার আমজনতা। মালদার পারলারপুরে তীব্র ভাঙনের গ্রাসে তলিয়ে যাচ্ছে ক্ষেত জমি, ঘর-বাড়ি। স্থানীয় মানুষজনের ভাঙন আতঙ্কে দিন-রাত এক হয়েছে। মালদায় সীমান্ত পাহারার পরে ক্লান্ত হয়ে নিজেদের তাঁবুতে ঘুমাচ্ছিলেন দু’জন বিএসএফ জওয়ান। জানা যায় যে, হঠাৎ-ই ভাঙনে তলিয়ে যায় ওই বিএসএফ তাঁবু। তাঁবু সহ ভাঙনের কবলে পড়েন ওই দুই সীমান্ত রক্ষী। স্থানীয় মানুষজন ওঁদের উদ্ধার করেন বলে জানা যায়। ভাঙনের-গ্রাসের মুখে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন মন্দরও। আতঙ্ক সমস্ত এলাকা জুড়ে।
