



সম্প্রতি মুক্তি পেয়েছে ময়দান ছবিটি। কেমন হল ময়দান? হল থেকে ফিরে ছবির ভেতরের কথা জানালেন : সোমা বিশ্বাস
প্রথমেই বলব, ময়দান ছবিটি (Maidan Movie) সবার দেখা উচিৎ। বিশেষ করে, যদি একটি মন প্রাণ ও উচ্ছ্বাস ভরা জীবন সংগ্রামের উত্থানের কথা যাঁরা জানতে চান! এবং একই সঙ্গে একটা টিমের কথা যাঁরা জানতে চান, কোনও কিছু লড়াই করে আঁকড়ে ধরার ক্ষমতা জানতে চান, তাহলে তাঁদেরকে বলব অবশ্যই একটা সুন্দর অনুপ্রেরণামূলক ছবি ময়দানকে দেখে আসুন। তার সঙ্গে দেখুন অজয় দেবগন সহ-শিল্পীদের সুন্দর অভিনয় ও অবশ্যই রুদ্রনীল ঘোষ। চেনা ছক ভেঙে জ্বলে উঠল ময়দান।

পরিচালকের হয়ত কিছু জায়গায় খামতি রয়েছে। তবুও একটা সুন্দর পরিচ্ছন্ন ছবি ও পর্দায় দেখতে দেখতে কখনও বুঝতে পারবেন না এটা অরিজিনাল না মাঠে বসে দেখছেন, না পর্দায় দেখছেন! এটাই পরিচালকের দক্ষ্যতা। সব মিলিয়ে এতটাই টান টান গ্যারান্টি দিয়ে বলছি কখনও কখনও নিজেরাও বেশ কিছু জায়গায় হাততালি দিয়ে উঠবেন। পরিচালক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যিনি বা যাঁরা দিয়েছেন তাঁদের কেউ ধন্যবাদ। ছবিটির জন্য পরিচালক বা অজয় দেবগন সহ অন্যান্য সহ অভিনেতার কেউ যদি জাতীয় পুরস্কার পান তাহলে সেটা খুব একটা অবিচার হবে না। ময়দান সব রকমের দর্শক সপরিবারে দেখতে পারেন। -সংগৃহীত ছবি
আরও পড়ুন : Team Australia, T20 WC 2024 : দলে ঠাঁই হল না অজি ক্রিকেটারের
