Sasraya News

Saturday, February 15, 2025

Mahua Moitra : দিল্লি হাইকোর্ট মহুয়া মৈত্র-এর অভিযোগ বাতিল করল

Listen

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)  দিল্লি হাই কোর্টের (Delhi High Court) দ্বারস্থ হয়েছিলেন। মহুয়া আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন। তাঁর আর্জি ছিল, সংবাদমাধ্যম মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে কোনও তথ্য, বা ‘বিভ্রান্তিকর’ তথ্য প্রকাশ করতে পারবে না। দিল্লি হাইকোর্টে তাঁর এও অভিযোগ ছিল, তাঁর সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর রিপোর্ট সামনে আসছে। যা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে আদালতে জানান বহিষ্কৃত তৃণমূল সাংসদ। এমতাবস্থায় তাঁর রাজনৈতিক ও সামাজিক দুইভাবেই সম্মানহানির আশঙ্কাও মহুয়া আদালতের কাছে প্রকাশ করেছিলেন। এক্ষেত্রে তাঁর উল্লেখিত ১৯টি সংবাদমাধ্যম তাঁর বিরুদ্ধে কোনও গোপন তথ্য প্রকাশ না করে সেই আর্জি আদালতের কাছে জানান মহুয়া (Mahua Moitra)। অবশ্য সেই আবেদনে সাড়া দেননি বিচারপতি সুব্রক্ষ্মম প্রসাদ। তাঁর পর্যকেক্ষণ, “যেহেতু মহুয়া জনসমক্ষে পরিচিত মুখ, তাই তাঁকে নিয়ে যা প্রকাশিত হবে, তাই খবর।” আদালতের এই পর্যবেক্ষণের পরে রাজনৈতিক মহলের দাবি, বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-এর নিয়ে আসা অভিযোগ, বড়সড় ধাক্কা খেল আদালতের কাছে। -সংগৃহীত চিত্র 

আরও পড়ুন : Covid-19 : ফের রাজ্যে করোনা আক্রান্ত ১, হাসপাতালে চিকিৎসাধীন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment