Sasraya News

Thursday, February 13, 2025

Maharagni : কাজল ও প্রভু দেবার এক ফ্রেমে ফিরতে সময় লাগল প্রায় ২৭ বছর

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বেরল ‘মহারাগনি কুইন অফ কুইন্স’ (Maharagni : Queen of Queen’s’) টিজার। প্রথম ঝলকেই মুগ্ধ নেটপাড়া’ ট্রিজারে দেখা মেলে প্রভু দেবার (Prabhu Deva) বিশেষ ভূমিকায় দেখা যায় কাজলকে (Kajal)। হাতে তলোয়ার নিয়ে অন্যরূপে ছবিতে হাজির কাজল। ছবিটির ট্রিজারে দুর্গা পুজোর একটা ঝলকও দেখা মেলে।

 

 

এখানে জানিয়ে রাখা ভাল, ‘মহারাগনি : কুইন অফ কুইন্স’ চরণ তেজ উৎপলাপতির হিন্দি ডেবিউ। তিনি প্রখ্যাত তেলেগু চলচ্চিত্র নির্মাতা। শুধু তা-ই নয়,  তেলেগু সিনেমার বিশেষ একটি নামও। আরও অবাক করা বিষয় হল, ছবিটির মাধ্যমে দীর্ঘ সাতাশ বছর পরে এক ফ্রেমে ফিরলেন প্রভু দেবা ও কাজল। ১৯৯৭ সালে কাজল ও প্রভুর ‘স্বপ্নে’ (মূল ছবি ‘মিনসারা কানাভু’) মুক্তি পায়। ওই ছবিটিতেই শেষবার দেখা যায় দু’জনকে। তারপর দীর্ঘ বছরের অপেক্ষার পরে মহারাগনি : কুইন অফ কুইন্স’ এ পূরনো জুটি নতুন করে জোড় বাঁধেন। জনপ্রিয় এই জুটির মাঝের এতগুলি বছরে কেন একসঙ্গে কোনও সিনেমা প্রোজেক্টে দেখা দেখা মেলেনি, তা অবশ্য জানা যায়নি!

 

 

ছবিটি মূলত থ্রিলার ধর্মী বড় বাজেটের ছবি বলে জানান নির্মাতারা। ছবিটিতে আরও যাঁরা অভিনয় করেছেন, তাঁরা হলেন : নাসিরুদ্দিন শাহ, যীশু সেনগুপ্ত, সম্যুক্ত মেনন, আদিত্য সিলকে প্রমুখ। অন্যদিকে, ছবির অন্যতম মুখ কাজল তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ছবিটির ট্রিজার সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এবং লিখেছেন : আপনাদের সঙ্গে মুহূর্তটি শেয়ার করতে পেরে খুবই উত্তেজিত। মহারাগনি মানে রানিদের রানি। আশাকরি আপনাদের ভালো লাগবে ছবিটি।’

ছবিটির প্রযোজক হারমান বাওয়েজার কথায়, ‘মহারাগনি বাওয়েজা স্টুডিয়োর জন্য বিশেষ কাজ। এটি একটি আকর্ষক গল্প। কাজল, প্রভু দেবা, নাসিরুদ্দিন শাহ এবং যুক্তা মেনন সমন্বিত একটি অসাধারণ অভিনয় করতে পেরে উত্তেজিত। কাজলের প্রতিভা এবং সত্যতা তাকে এই চরিত্রের জন্য উপযুক্ত করে তোলে।’ মূলতঃ অ্যাকশনধর্মী এই ছবিটির মুক্তির জন্য প্রহর গোনা শুরু করে দিয়েছেন সিনেমা লাভাররা। এমনই ইঙ্গিত মেলে নেট পাড়ায়।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Goutam Gambhir : ভারতীয় দলের কোচ হচ্ছেন গৌতম গম্ভীর!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment