Sasraya News

Friday, March 28, 2025

Mahalaya : আজ মহালয়া 

Listen

আজ মহালয়া 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ঢাকে কাঠি। আজ মহালয়া। পিতৃপক্ষের শেষ। দেবীর আগমন। ভোরে তর্পণ শুরু হয় ঘাটে ঘাটে। দেবীর আগমনে ঢাকে কাঠি পড়ল দুর্গাপজোয়। শহরের লেক কালীবাড়ি এদিন অন্যবারের মত দরিদ্র মানুষদের ভেতর বস্ত্র বিতরণ করে। মণ্ডপের শেষ মুহূর্তের কাজে ব্যস্ত মণ্ডপ শিল্পীরা। কাশের দোলায় মন মাতিয়ে দিকবিদিকে ছড়িয়ে পড়েছেন বাঙলার ঢাকীরা।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment