Sasraya News

Maha ShivaRatri 2024 : সামনে মাসেই শিবরাত্রি, কবে?

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সনাতন পঞ্জিকা অনুসারে মহা শিবরাত্রি (Maha ShivaRatri) খুব শিগগিরই। ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে পালন করা হয় মহা শিবরাত্রি। সনাতন রীতি অনু্যায়ী শিবরাত্রির গুরুত্ব অসীম। এই তিথিতে দেবাদিদেব মহাদেব-এর বিশেষ আরাধনা করা হয়। এবং সমস্ত সনাতন ধর্মালম্বীরা দিনটিকে মহাসমারোহে পালন করেন। পুরুষ ও মহিলা নির্বিশেষে শিব-এর ব্রত পালন করে থাকেন। এবারও তার প্রস্তুতি বিশেষভাবে পরিলক্ষিত।

কিন্তু কেন মহা শিবরাত্রি? বহু সনাতন মত অনুযায়ী, এই তিথিতেই শিব ও শক্তির মিলন হয়। অর্থাৎ, শিব ও পার্বতীর মিলন। দেবাদিদেব মহাদেব-এর ভক্তরা অপেক্ষায় থাকেন এই বিশেষ তিথিটির জন্য।

চলতি বছর মহা শবরাত্রি পড়েছে, ৮ মার্চ ও ৯ মার্চ। পুজোর সময় (প্রথম প্রহর) : সন্ধ্যে ৬:২৫ মিনিট থেকে ৯:২৮ মিনিট পর্যন্ত। এবং দ্বিতীয় প্রহরের পুজো রাত্রি ৯টা ২৮ মিনিট থেকে ৯ মার্চ রাত্রি ১২:৩১। তৃতীয় প্রহর : ৯ মার্চ ১২:৩১ থেকে ভোর রাত্রি ৩:৩৪, চতুর্থ প্রহর ৩:৩৪ থেকে ৬:৩৭ পর্যন্ত পুজোর সময় পঞ্জিকা মতে নির্দিষ্ট।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Nowshad Siddiqui : নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করল পুলিশ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read