Madhyamik Examination 2024 : মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস, শিক্ষামন্ত্রী’র পদত্যাগ দাবী বিরোধীদের

SHARE:

সাশ্রয় নিউজ ★ কলকাতা : মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবী করল বিরোধীরা। মাধ্যমিকের প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ঘুরতে দেখা যায়। তারপরেই কিউ আর কোড ধরে দুই ছাত্রকে শনাক্ত করে পর্ষদ। বাতিল হয় ওই দুই ছাত্রের উত্তরপত্র। এর পরেই শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবী করে যুব কংগ্রেস। শনিবার থেকে ইয়ুথ কংগ্রেস কমিটি ও আই এন টি ইউ সি সেবাদল আন্দোলন শুরু করার কথা জানান বলে উল্লেখ। তাঁরা মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মাইক ছাড়া মৌনভাবে প্রতিবাদ জানাবেন বলে সূত্রের খবর।

প্রশ্নপত্র ফাঁস বিষয়ে বিজেপি’র রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার এক্স হ্যাণ্ডেলে লেখেন, ‘মমতার সরকারের আমলে প্রশ্নফাঁস আর কোনও দুর্ঘটনা নয়, যেন একটা প্রশাসনিক প্রোটোকলে পরিণত হয়েছে। তৃণমূল রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।’

ছবিঋণ : TV 9 Bangla 

আরও খবর : Sania Mirza : “মনে রাখতে হবে কী ভাবে তুমি সব ঝড় সামলে এগিয়ে চলেছ। অন্যরা সেগুলো জানে না।” : সানিয়া মির্জা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন