Sasraya News

Wednesday, June 18, 2025

Madhya Pradesh : ভাইঝির মরদেহ কোলে কাকা 

Listen

ভাইঝির মরদেহ কোলে কাকা 

সাশ্রয় নিউজ ★ ভোপাল : পকেটে টাকা নেই। ভাইঝির মরদেহ গ্রামে নিয়ে যাওয়ার জন্য জোটেনি সাধারণ গাড়ি বা শববাহী গাড়ি। কাকা শহর থেকে নিজের চার বছরের ভাইঝির মরদেহ কোলে নিয়ে গ্রামের পথে হাঁটতে শুরু করেন। এমনি অমানবিক ঘটনার সাক্ষী থাকল খোদ মধ্যপ্রদেশ। 

    জানা যায়, ওই শিশুটি একটি দুর্ঘটনায় কবলে পড়ে প্রয়াত হয়। গ্রাম থেকে ছত্তরপুর হাসপাতালে পুলিশ শিশুটির দেহ পাঠায় পোস্টমর্টেমে। পোস্টমর্টেমের পরে মৃত শিশুটিকে তাঁর কাকা নিজের কোলে করে শহর থেকে গ্রামের পথে পাড়ি দেন। পথে একজনের ব্যক্তির থেকে আর্থিক সাহায্য নিয়ে বাসের টিকিট কাটেন। বাসে করে ভাইঝির দেহ নিয়ে গ্রামে ফেরেন।

    মৃত দেহ নিয়ে যাওয়ার জন্য তিনি কোনও সরকারি গাড়ি পাননি। পাবলিক গাড়ি ভাড়া করে দেহ নিয়ে গ্রামে ফেরার আর্থিক সামর্থ নেই। এমন নির্মম দৃশ্য সিনেমাতে দেখলেও, বাস্তবেই চাক্ষুষ করলেন। 

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনি একটি ভিডিও (যদিও ভিডিও-এর সত্যতা পরীক্ষা করেনি সাশ্রয় নিউজ)। নিন্দার ঝড় উঠেছে নেটাগরিকদের ভেতর থেকে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment