



সাশ্রয় নিউজ ডেস্ক ★ মাদারিহাট : বিশ্ব উষ্ণায়নের কবলে বিশ্ব। স্বাভাবিকের থেকে বিগত ক’য়েক বছর ও চলতি বছর গরমের রোষানলে পড়তে হয়েছে সকলে। শুধু গরমই বা কেন, আবহাওয়ার তারতম্যর জন্য ভারসাম্যহীন্তায় ভুগছে প্রকৃতি। এমতাবস্থায় প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপন ও বৃক্ষ রোপনে উৎসাহিত করাই একমাত্র পথ বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানীরা। এক্ষেত্রে মাদারিহাট রেঞ্জের পক্ষ থেকে একটি অনুষ্ঠান করা হয়। সেই অনুষ্ঠানে বৃক্ষ রোপনের মতন মহত উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। পাশাপাশি শিশুদের বৃক্ষ রোপনে উৎসাহিত করা হয় বলে উল্লেখ। বেশ কছু শিশু কিশোর অংশ নেয় অঙ্কন প্রতিযোগিতায়। রেঞ্জার শুভাশিস রায় ওই কর্মসূচি সম্পর্কে বলেন, ‘বন-মহোৎসব উপলক্ষ্যে বৃক্ষ রোপন চারাগাছ বিতরণ ছাড়াও একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।’
-প্রতীকী চিত্র
আরও পড়ুন : Motivation : PEARLS OF WISDOM TO BOOST YOUR MOTIVATION
