



সাশ্রয় নিউজ ★ কলকাতা : দীর্ঘ দিন অসুস্থ থাকার পরে বৃহস্পতিবার বিধানসভায় দেখা যায় মদন মিত্রকে (Madan Mitra)। মাথায় ক্যাপ, গায়ে সবুজ শার্ট পরে বিধানসভা কক্ষ থেকে বেরিয়ে আসেন মদন। শরীর ভেঙেছে অনেকটাই। ভাঙা হাতে বেল্ট পরে একজনের সাপোর্ট নিয়ে বিধানসভা থেকে তিনি বেরিয়ে আসেন।
সূত্রের খবর, ডিসেম্বর ৪, ২০২৩ -এর পরে বৃহস্পতিবার বিধানসভায় আসলেন কামারহাটির বিধায়ক। কী হয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতার? তিনি গত ডিসেম্বর মাসে হঠাৎ অসুস্থ হন। ভর্তি হন এস এসকেএম হাসপাতালে। তখন জানা যায় শ্বাস কষ্ট নিয়ে উডবার্ন ব্লকে ভর্তি হয়েছিলেন। পরে সেখানেই খিঁচুনিতে পড়ে গিয়েছিলেন। ভেঙে যায় মদন মিত্র-এর (Madan Mitra) বাম কাঁধের হাড়ও ভেঙে যায়। চিকিৎসকরা তাঁকে স্থানান্তরিত করেন সিসিইউ-তে। এসএসকেএম হাসপাতালের ট্রামা কেয়ারে তাঁর অস্ত্রোপচারও হয়। সূত্রের খবর, কামারহাটির বিধায়কের বাম হাতে বসে অন্ততঃ ১৮-২০ টি স্ক্রু। তারপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতেই বিশ্রামে ছিলেন।
বৃহস্পতিবার বিধানসভায় এসে হাজিরা খাতা আনিয়ে সই করেন। বেরনোর সময় তাঁকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, কেমন আছেন? উত্তরে হাসি মুখে আকাশের দিকে আঙুল তোলেন মদন। জানান, ‘উপরে ভগবান, আর নীচে মমতা- এই নিয়ে আছি।’ -সংগৃহীত ছবি
আরও পড়ুন : Dev : ইডি তলব ঘাটালের সংসদ দেবকে
