Sasraya News

Wednesday, June 18, 2025

Lottery Win : লটারি জিতলে ইনকাম ট্যাক্স কেন কাটা উচিত নয়?

Listen

সাশ্রয় নিউজ ★ নবারুণ দাস : লটারির (Lottery) টাকা হল অহেতুকভাবে প্রাপ্ত অর্থ, অর্থাৎ এটা কোনও পরিশ্রম বা উৎপাদনের ফল নয়। কোনও ব্যক্তি যখন লটারি কিনে, সে আসলে তারই উপার্জিত অর্থ থেকে একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করছে, যেখানে জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। এটা এক প্রকার গ্যাম্বলিং বা জুয়ার মতো। সুতরাং, যদি কেউ জেতে, তাহলে এটা হল এক প্রকার সৌভাগ্যের ফল। যার উপর ইনকাম ট্যাক্স আরোপ করা এক ধরনের শাস্তি।

অনেকেই জানেন না, লটারির টিকিটের উপর সরকার লটারি কর (Lottery Tax) বা জিএসটি (GST) চার্জ করে। সুতরাং, যখন কেউ লটারি টিকিট কিনছে, তখনই সরকার রাজস্ব পাচ্ছে। এরপরে যদি লটারি জয়ের পর আবার আয়ের উপর কর চাপানো হয়, তাহলে সেটা হবে দ্বিগুণ কর (Double Taxation), যা যুক্তিসঙ্গত নয়।

-প্রতীকী ছবি

মনে রাখতে হবে, লটারির টাকা সাধারণত সাধারণ মানুষের কাছ থেকে আসে। এবং যারা জেতে, তারা হয়ত অল্প কিছু মানুষ। এই জেতা টাকা নিয়ে অনেকেই নতুন ব্যবসা শুরু করতে পারে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। যদি এই জেতা অর্থের উপর উচ্চ হারে ইনকাম ট্যাক্স চাপানো হয়, তাহলে সেই সম্ভাবনাগুলি কমে যাবে।

লটারি জয় হল এক ধরনের লাক-ভিত্তিক গেইন, যা নিয়মিত আয় নয়। নিয়মিত আয়ের (যেমন বেতন, ব্যবসার লাভ) উপর কর আরোপ ন্যায্য, কারণ তা উৎপাদনের সাথে সম্পর্কিত। কিন্তু লটারির মতো একবারের, অনিশ্চিত আয়ের উপর একইভাবে কর আরোপ করা যুক্তিসঙ্গত নয়। এক্ষেত্রে, লটারি জিতলে নির্দিষ্ট একটি নমিনাল চার্জ বা সিম্বলিক ফি নেওয়া যেতে পারে, যা কর নয়। বরং প্রশাসনিক ফি হিসেবে বিবেচিত হবে। অথবা লটারি জেতার পর সেই অর্থ যদি কেউ বিনিয়োগ করে, তখন সেখান থেকে উৎপন্ন আয়ের উপর কর আরোপ করা যেতে পারে, কিন্তু মূল লটারি জেতা অর্থের উপর নয়। সকলকে জানতে হবে, লটারির আয় হচ্ছে এক ধরনের অপ্রচলিত আয় (Windfall Gain)এটা নিয়মিত আয়ের মতো নয়। এর উপর ইনকাম ট্যাক্স আরোপ করা উচিত নয়, কারণ এটি একটি ঝুঁকিপূর্ণ ও দ্বিগুণ-কর আরোপিত আয়ের উৎস।

ছবি : প্রতীকী
আরও পড়ুন : Basanti Incident : মর্মান্তিক কাণ্ডে স্তব্ধ বাসন্তী: সম্পত্তির বিবাদে দেওরের হাতে বৌদির খুন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment