



সাশ্রয় নিউজ ★ হাওড়া : প্রিসাইডিং অফিসারকে হেনস্থার অভিযোগ। হাওড়ার লিলুয়ার একটি বুথের ঘটনা। সূত্রের খবর, লিলুয়ার ১৭৬ বুথে ভারতীয় স্কুলে সাময়িক বন্ধ ভোট। ঘটনার খবর পেয়ে পৌঁছন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। প্রিসাইডিং অফিসারের কথায়, তাঁকে হেনস্থা করা হয়েছে। এমনকী চড় থাপ্পড়ও মারা হয়।
ছবি : প্রতীকী
আরও খবর : Serampore LokSabha : ভোট দিলেন বাম-কংগ্রেস প্রার্থী দীপ্সিতা ধর
