



পঞ্চমদফার ভোট গ্রহণ একদম শান্তিপূর্ণ, এমন বলা যায় না। দিনভর রাজ্যে সাত কেন্দ্রের একাধিক জায়গায় ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে। কোথাও বিরোধীদের বাধা, কোথাও শাসক বিরোধী সংঘর্ষ, কোথাও এজেন্ট বসতে না দেওয়ার মত ঘটনা সামনে আসে। এমনকী ছাপ্পার অভিযোগ ওঠে বলে উল্লেখ। তবে দিনের শেষে বিকেল ৫ টা পর্যন্ত রাজ্যের সাত কেন্দ্রে ভোট পড়ে :
১. আরামবাগ : ৭৬.৯০ শতাংশ,
২.ব্যারাকপুর : ৬৮.৮৪ শতাংশ,
৩. উলুবেড়িয়া : ৭৪.৫০ শতাংশ,
৪. হাওড়া : ৬৮.৮৪ শতাংশ,
৫. হুগলি : ৭৪.১৭ শতাংশ,
৬. বনগাঁ : ৭৫.৭৩ শতাংশ,
৭. শ্রীরামপুর : ৭১.১৮ শতাংশ
ছবি : প্রতীকী
আরও পড়ুন : LokSabha Polls 2024 Phase 5: বেধড়ক মার খেলেন বিজেপি কর্মী
