



সাশ্রয় নিউজ ডেস্ক ★ ঘাটাল : রাজ্য পুলিশের পাশাপাশি ক্ষোভ প্রকাশ কেন্দ্রীয় বাহিনীর। ক্ষোভ প্রকাশ করেন ঘাটালের বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সকাল থেকে ভোট শুরুর পর থেকেই অবিভক্ত মেদিনীপুরে বিক্ষিপ্ত অশান্তির খবর আসে। ঝাড়্গ্রামের গড়বেতায় আক্রান্ত হন বিজেপি প্রার্থী সহ বেশ ক’য়েকজন বলে সূত্রের খবর। এছাড়াও পুলিশের সঙ্গে বচসায় জড়ানোর খবর ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের। হিরণের কথায়, ‘কেন্দ্রীয় বাহিনী সারারাত পিকনিক করেছে।’ এবিষয়ে ঘাটালের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব-এর কাছে হিরণের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে এড়িয়ে যান বলে উল্লেখ। দেব বলেন, ‘ওঁর কথা বলে দিনটা খারাপ করতে চাই না।’ অন্যদিকে নন্দীগ্রামে ভোটের আগের দিন রাতে শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ পুলিশ সঙ্গে করে ভোটারদের ভীতি প্রদর্শন করা হয় বলে সূত্রের খবর। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর একযোগে সমালোচনা করেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী বাঁশি বাজাচ্ছিল। শ্যামের বাঁশি।’
ছবি : প্রতীকী
