



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আসন্ন লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে ১ জুন। অষ্টাদশ লোকসভা নির্বাচনে কোন দল এগিয়ে, কোন দল পিছিয়ে বুথ ফেরৎ সমীক্ষা করেছে (Loksabha Election C-voter Survey 2024) বেশ কিছু মিডিয়া হাউস। যেমন রিপাবলিক টিভি -এর বুথ ফেরত সমীক্ষা বলছে : এনডিএ ৩৫৫-৩৭০, ইন্ডিয়া ১২৫-১৪০, অন্যান্য ৫২ টি আসন পেতে পারে।
সাশ্রয় নিউজ -এর অনুমান সাপেক্ষে সারা দেশে যথাক্রমে এনডিএ ৩৫৫-৩৬৫, ইন্ডিয়া ১০৫-১২৫, অন্যান্য ৩৫ টি আসন পেতে পারে। এবং পশ্চিমবঙ্গে :
এনডিএ ২৩-২৮, তৃণমূল কংগ্রেস ১০-১৪, কংগ্রেস বামফ্রন্ট জোট ২-৫, অন্যান্য ০-১ টি আসন পেতে পারে।
জান কি বাত -এর বুথ ফেরৎ সমীক্ষা : এনডিএ ৩৬২-৩৯২, ইন্ডিয়া ১৪১-১৬১, অন্যান্য ১০-২০ টি আসন পেতে পারে।
নিউজ ১৮ -এর বুথ ফেরৎ সমীক্ষা : এনডিএ ৩৫৫-৩৭০, ইন্ডিয়া ১২৫-১৪০, অন্যান্য ৪২-৫২ টি আসন পেতে পারে।
আজতক -এর বুথ ফেরৎ সমীক্ষা :
এনডিএ ৩৬১-৪০১, ইন্ডিয়া ১৩১-১৬৬, অন্যান্য ৮-২০ টি আসন পেতে পারে।
টিভি নাইন –এর বুথ ফেরৎ সমীক্ষা : এনডিএ ৩৪৬, ইন্ডিয়া ১৬২, অন্যান্য ৩৫ টি আসন পেতে পারে।
এবিপি নিউজ -এর বুথ ফেরৎ সমীক্ষা : এনডিএ ৩৫৩-৩৮৩, ইন্ডিয়া ১৫২-১৮২, অন্যান্য ৪-১২ টি আসন আসন পেতে পারে।
তবে নির্বাচনের ফলাফল ঘোষণা আগামী ৪ জুন। ওই দিনই ঠিক হয়ে যাবে দিল্লির কুর্সি দখলের লড়াইয়ে কে এগিয়ে, কে পিছিয়ে।
ছবি : প্রতীকী
