



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : পশ্চিমবঙ্গে ঘাস ফুলের বড় জয়। জয়ের পিছনে রাজনৈতিক মহলের মত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর জনহিতৈষী কর্মকাণ্ড ব্যাপকভাবে সাড়া ফেলেছে রাজ্যে। তারই ব্যাপক প্রতিফলন পড়েছে এই লোকসভা নির্বাচনের ইভিএম-এ। তারপর রাজ্যের তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নিজেস্ব ইমেজ সাধারণ ভোটারদের কাছে আস্থা অর্জন করেছে। কন্যাশ্রী, সবুজসাথী, লক্ষ্মীর ভাণ্ডার প্রভৃতি প্রজেক্টগুলি পশ্চিমবঙ্গের ৪২ টি আসনেই ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে। যেখানে, এই নির্বাচনে বাম-কংগ্রেস, বিজেপি সহ অন্যান্য বিরোধীদের কোনও ম্যাজিকই কাজ করেনি। বরং ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদবপুরে সায়নী ঘোষ, বহরমপুরের অধীরগড়ে স্বয়ং অধীর চৌধুরীকে হারিয়ে ইউসুফ পাঠানের জয় সেই কথাই বলে। অন্যদিকে একইভাবে ব্যাখ্যা করা যায়, হুগলি লোকসভা আসনে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ঘাটালে দেব, বর্ধমান-দুর্গাপুরে কীর্তি আজাদ, মেদিনীপুরে জুন মালিয়া, বসিরহাটে হাজি নুরুল ইসলাম, মুর্শিদাবাদে আবু তাহের খান, জঙ্গীপুরে খলিলুর রহমান, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র সহ মোট ২৯ জন তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয় ও ভোটফলাফলকেও।
আরও খবর : Abhisheek Banerjee : রেকর্ড ভোটে জিতলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
