Sasraya News

Saturday, February 8, 2025

Loksabha Election 2024 : রাত পোহালেই ভোট, চলতে নাকা চেকিং

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : রাত পোহালেই লোকসভা (Loksabha Election 2024 ) সপ্তম দফার ভোট। তার আগে নিরাপত্তা মোড়কে ঢেকে ফেলা হয় শহরকে। কলকাতার পয়েন্ট গাড়ি থামিয়ে চলে নাকা চেকিং। ভোটের আগে কোনও ফাঁক রাখতে চাননা নিরাপত্তাকর্মীরা। এমনকী, মহানগরের বিভিন্ন এলাকায় চলে পুলিশী অভিযান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘুরে ঘুরে এলাকা পর্যবেক্ষণ করেন। ভাবানীপুর এলাকার এজেসি বোস রোড়ে একযোগে নাকা চেকিং করে কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুলিশ ও নির্বাচন কমিশনের আধিকারিকরা। শহরের এন্ট্রি ও এক্সিট পয়েন্টগুলিতে বাড়তি সতর্কতার সঙ্গে নজরদারি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। গাড়ি থামিয়ে, গাড়ির ভেতর ও ডিকি খুলে দেখা হচ্ছে। গোটা ঘটনা ভিডিওগ্রাফী করা হয় বলে উল্লেখ। পাশাপাশি গাড়িগুলি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে ইত্যাদি বিষয়ে তথ্যগুলি সংগ্রহ করা হয় বলে খবর। এবং গাড়ির কাগজপত্র ও পরিচয়পত্রও ক্ষতিয়ে দেখা হয় বলে উল্লেখ। 

ছবি : প্রতীকী 

আরও পড়ুন :  16 Dead Within 2 Hours Due To Heat Stroke After severe Heatwave Grips Bihar : তীব্র গরমে মাত্র ২ ঘন্টায় প্রাণ গেল ১৬ জনের 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment