Sasraya News

Tuesday, February 11, 2025

Loksabha Election 2024 : পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা-৪

Listen

‘পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা’ -এর আজ চতুর্থ পর্ব। কলম ধরলেন বাংলার রাজ্য রাজনীতি নিয়ে সাশ্রয় নিউজ এর পক্ষে প্রতিবেদক অগ্নি প্রতাপ 

 

বীরভূমকে “রাঙামাটির দেশ’ বলা হয়। এই বীরভূমের মাটিতে একাধিকবার ধর্মীয় এবং সাংস্কৃতিক আন্দোলন এখানে সংঘটিত হয়েছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। জয়দেবের মেলা ও শান্তিনিকেতনের পৌষ মেলা বিশেষভাবে উল্লেখযোগ্য। ৭৫ শতাংশ কৃষি কার্যের ওপরে নির্ভরশীল এই জেলা। এখানকার তুলা চাষ, রেশম চাষ, লাক্ষা উৎপাদন, চাল কল, তাঁত, ধাতু শিল্প, পাথরের খনি, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে একমাত্র ভারী শিল্প।

 

 

এই জেলায় দু’টি লোকসভা আসন বিশিষ্ট ১. বীরভূম ২. বোলপুর।

এই জেলায় তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মিলিত শতাংশ মোট জনসংখ্যার ৩৫ শতাংশের বেশি। সংখ্যালঘু জনসংখ্যা মোট জনসংখ্যার ৩৩ শতাংশ।

 

_____________________________________________

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী’র আশীর্বাদ ধন্য ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, তার প্রিয় কেষ্ট মাথায় অক্সিজেনের ঘাটতি থাকায় তাই এরকম মন্তব্য করে থাকে।

_____________________________________________

 

বীরভূম বরাবরই লাল দূর্গ হিসেবে পরিচিত ছিল।

 

সাল ২০০০ তারিখ ২৭ শে জুলাই ঘটে যায় নানুরের সূচপুরে এক নারকীয় হত্যাকাণ্ড। ১১ জন ক্ষেতমজুরকে হত্যা করা হয়। অভিযোগের তীর সিপিআই (এম) দলের দিকে। এই হত্যাকাণ্ডের পর থেকেই ধীরে ধীরে সিপিআই (এম) এই বীরভূমের মাটি থেকে দুর্বল হতে শুরু করে অপরদিকে তৃণমূল কংগ্রেস নিজের জমি শক্ত করতে থাকে। শুরু হয় ভীষণ রাজনৈতিক লড়াই।

 

 

২০০৯ সালে বীরভূম লোকসভা আসন থেকে প্রথমবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় জয় লাভ করেন। অপরদিকে ২০০৯ সালে বোলপুর লোকসভা আসন সিপিআই (এম) প্রার্থী রামচন্দ্র ডোম জয়লাভ করেন এবং নিজেদের গড় শেষবারের মতন ধরে রাখতে সক্ষম হন।

 

 

২০১১ সালে ক্ষমতা বদলের ফলে সেই রাশ সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের হাতে চলে যায়। এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা দখলের সেনাপতি ছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট।

 

 

তিনি একজন সাধারণ মাছ ব্যবসায়ী রাতারাতি হয়ে ওঠেন একজন দক্ষ এবং বলিষ্ঠ সংগঠক। উঠে আসেন সংবাদের শিরোনামে বিভিন্ন মন্তব্যের মাধ্যমে। শুরু হয় বিরোধীদের আক্রমণ ও তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি নিয়ে সোচ্চার হতে থাকেন বিরোধীরা।

 

 

ভোট এলেই যে-কোনও সভাতে গেলেই তিনি বিভিন্ন রকম বিধান দিয়ে থাকতেন। কখনও বলতেন পুলিশকে বোম মারো, বিরোধীদের মেরে হাত-পা ভেঙে দাও, ঘরবাড়ি জ্বালিয়ে দাও, কখনও বলতেন নকুল দানা খাওয়া হবে, কখনও বলতেন গুড় বাতাসা দেওয়া হবে,‌ শুটিয়ে লাল করে দেব, ঢাক বাজবে চড়াম চড়াম, তুমি মস্তান হলে আমি ডন।

হ্যাঁ, ঠিকই। তিনি ছিলেন বীরভূমের সত্যিকারের ডন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী’র আশীর্বাদ ধন্য ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, তার প্রিয় কেষ্ট মাথায় অক্সিজেনের ঘাটতি থাকায় তাই এরকম মন্তব্য করে থাকে।

সাল ২০২২ তারিখ ১১ই আগস্ট, একাধিকবার তলবের পর গরু পাচার তদন্তে গ্রেপ্তার করে সিবিআই। সাল ২০২৩ তারিখ ২১ শে মার্চ, অনুব্রত মণ্ডলকে তদন্তের স্বার্থে তিহার জেলে পাঠানো হয়।

বর্তমান পরিস্থিতিতে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট অনুপস্থিতি শাসক তৃণমূল কংগ্রেসকে তাদের গড় রক্ষা করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

 

গত ২০১৯ লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দুধ কুমার মণ্ডল ৩৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের ভোট শতাংশ ছিল ৪৫.১।

 

 

২০১৯ লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রার্থী রাম প্রসাদ দাস ৪০ শতাংশের বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন যেখানে বিজয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের অসিত কুমার মালের ভোট শতাংশ ছিল ৪৭.৮৫।

 

 

২০১৯ থেকে বর্তমান সাল ২০২৪। গড়িয়েছে পাঁচ বছর, অনেক কিছুই পরিবর্তন ঘটেছে। ছিল বিভিন্ন শাসকের বিরুদ্ধে ভোট লুট হওয়া থেকে খুন ও সন্ত্রাসের অভিযোগ। এমন কি NDC (No Dues Certificate) না ইস্যু করার ফলে প্রাক্তন আইপিএস শ্রী দেবাশীষ ধর যিনি বীরভূম থেকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসেবে নির্বাচনে দাখিল করা নমিনেশন বাতিল করা হয় যেখানে এই নির্বাচনেই অন্য আরও এক প্রাক্তন আইপিএসকে সেই সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল এই রাজ্য সরকার দ্বারা।

 

আরও পড়ুন : Loksabha Election 2024 : পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা-২

 

 

বিরোধীদের অভিযোগ এখানেই। পরাজয় নিশ্চিত ভেবেই তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে তার সরকার এই নজিরবিহীন নক্কার জনক ঘটনা ঘটিয়েছেন। বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং ভারতীয় জনতা পার্টি একসঙ্গে আক্রমণ করতে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়াকে।
এই দুই কেন্দ্রের লড়াই কিন্তু মূলত ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি এবং সংখ্যালঘু ভোট যে কোনও সময় পাসা উল্টো দিতে পারে।

 

 

গত ১৩ই মে ২০২৪ চতুর্থ দফা লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রার্থী দেবতানু ভট্টাচার্য এবং বোলপুর লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রার্থী শ্রীমতী প্রিয়া সাহা বিজয়ী হওয়ার সম্ভাবনা নিকটবর্তী প্রার্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গে ৫০ ৫০।

ছবি : আন্তর্জালিক

আরও পড়ুন : LokSabha Election 2024 : পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা-৩

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment