



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের (LokSabha Election 2024) প্রচারের শেষ দিন পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে জনসভার জন্য মঞ্চ তৈরি থাকলেও, নিচে দাঁড়িয়েই তিনি মাইক হাতে নরেন্দ্র মোদীকে এক হাত নেন। তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীর ধ্যান প্রসঙ্গেও। তাঁর প্রশ্ন, ক্যামেরা নিয়ে ধ্যান করার কী দরকার? তিনি এপ্রসঙ্গে আরও বলেন যে, ”৪৮ ঘণ্টার জন্য পাবলিসিটি স্টান্ট দেখাচ্ছেন।”
উল্লেখ্য যে, তৃণমূল সুপ্রিমোর ওই পদযাত্রাকে রাজনৈতিক বিরোধী দলগুলি নেতিবাচক ভঙ্গীতে দেখলেও, তৃণমূলের অন্দরে কিন্তু বাড়তি এনার্জি যোগায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর দীর্ঘ পদযাত্রা বলেই সূত্রের খবর। উল্লেখ্য যে, ওইদিন তিনি প্রায় ১২ কিমি পথ হাঁটেন কর্মীদের সঙ্গে নিয়ে। কে ছিলেন না ওই দিন! পা মেলান বাবুল মন্ত্রী সুপ্রিয়, মহুয়া মৈত্র, মালা রায়, সায়নী ঘোষ, অরূপ বিশ্বাসরাও। তবে সকলের নজরকাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়য়ের খুব সাধারণভাবে পথে নামা। পরে ছিলেন সাদা শাড়ি, হাওয়াই চপ্পল। তৃণমূল সুপ্রিমোর মতোই একই রকম হাওয়াই চপ্পল পরে পথে মিছিলে দেখা যায় যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকেও। অন্যদিকে রাজনৈতিক মহলে প্রধানমন্ত্রীর ধ্যানে বসা নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর মন্তব্য রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে ওঠে।
প্রসঙ্গত, রাত পোহালেই রাজ্যে ৭ম তথা শেষ দফার নির্বাচন। আগামীকাল রাজ্যের ৯ আসনের ভোটাররা ভোট প্রয়োগ করবেন। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, তৃণমূল অন্দর মহল শেষ দফার ভোট নিয়ে বেশ আশাবাদী যে, শনিবার অনুষ্ঠিত গণতন্ত্রের উৎসবে বেশি সংখ্যক আসন তৃণমূল কংগ্রেসের দখলেই থাকবে বলে মনে করা যায়!
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Howrah : কাঞ্চনজঙ্ঘা জয় করেও ঘরে ফিরতে পারলেন না পর্বতারোহী
