



সাশ্রয় নিউজ ডেস্ক ★ আরামবাগ : লোকসভা (Lok Sabha vote 2024) নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ শুরু হয় সকাল থেকে। আরামবাগ লোকসভায় একটি বুথে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধার অভিযোগ। সূত্রের খবর বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়ে ২৬১ নম্বর বুথে বিজেপির এজেন্টকে বাধা বলে উল্লেখ।
ছবি : প্রতীকী
আরও খবর : 19th May : ১৯ শে মে পালন করল বাংলা আকাদেমি আগরতলা
