Sasraya News

Wednesday, April 23, 2025

Lok Sabha Vote 2024 : আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : দেশে লোকসভার দ্বিতীয় দফার ভোট (Lok Sabha Vote 2024)। গ্রহণ শুরু হয়েছে শুক্রবার। দেশে ১৩ রাজ্যে ও কেন্দ্র শাসিত অঞ্চলে আজ ভোটগ্রহণ। মোট আসন ৮৮ টি।

পশ্চিমবঙ্গে তিনটি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল সাতটায়। ভোট গ্রহণ চলছে দার্জিলিং-এ। এছাড়াএ বালুরঘাট ও রায়গঞ্জ লোকসভা আসনে।

বালুরঘাট আসনে বিজেপি প্রার্থী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ওই আসন থেকে একবার জয়ী হন। ফের সেই আসন থেকেই রাজ্যের মন্ত্রী তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র-এর বিরুদ্ধে লড়ছেন। ওই আসনে মোট সাতটি বিধানসভা এলাকার ভোটাররা ভোট দান করছেন।

উল্লেখ্য যে, বালুরঘাট লোকসভা কেন্দ্রর মোট ভোটার সংখ্যা ১৫ লক্ষ ৫৬ হাজার ৯০৭। মহিলা ভোটার ৭ লক্ষ ৬১ হাজার ৫২ জন। পুরুষ ভোটার ৭ লক্ষ ৯৫ হাজার। তৃতীয় লিঙ্গের ভোটার ৭৯ জন। মোট বাহিনী ৩৩৪ কোম্পানি। এবং মোট বুথ সংখ্যা ১৫৬৯ টি। ছবি : প্রতীকী 

আরও পড়ুন : Dev Sukanta Majumder : রাজনৈতিক সৌজন্য সুকান্ত ও দেবের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment