Sasraya News

Saturday, February 15, 2025

Lok Sabha Election 2024 Phase 5 : রাত পোহালেই পঞ্চম দফার ভোট

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ইতিমধ্যেই দেশে লোকসভা নির্বাচনের চারটি দফা সম্পন্ন হয়েছে। আগামীকাল সোমবার পঞ্চমদফার ভোট (Lok Sabha Election 2024 Phase 5) গ্রহণের প্রস্তুতি প্রায় শেষ। রাত পোহালেই শুরু হবে দেশের আটটি রাজ্যের ও কেন্দ্র শাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোট গ্রহণ। পঞ্চম দফার ভোট গ্রহণ হবে পশ্চিমবঙ্গে ৭ লোকসভা আসনে। এছাড়াও ঝাড়খণ্ড ৩, বিহার ৭, ওড়িশা ৫, মহারাষ্ট্র ১৩, জম্মু ও কাশ্মীর ও উত্তরপ্রদেশে ১৪ আসনে ভোট গ্রহণ হবে ২০ মে, অর্থাৎ আগামীকাল সোমবার। পশ্চিমবঙ্গের সাতটি আসন, যথাক্রমে আরামবাগ, হুগলি, শ্রীরামপুর, উলুবেড়িয়া, হাওড়া, ব্যারাকপুর ও বনগাঁ লোকসভা কেন্দ্রের রাজনৈতিক ময়দানে প্রার্থীদের ভাগ্য পরীক্ষা সোমবার। 

ছবি : প্রতীকী 

আরও পড়ুন : Sasraya News, Literature Special, Issue 17, May 19, 2024 ★ সাশ্রয় নিউজ, সাহিত্য স্পেশাল। সংখ্যা ১৭। মে ১৯, ২০২৪

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment