



সাশ্রয় নিউজ ★ জলপাইগুড়ি : লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয় শুক্রবার সকাল সাতটায়। বুথে বুথে ভোটারদের লাইন চোখে পড়ে। এদিন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোটমুখী সাধারণ মানুষের ছবিও দেখা যায়।
ভোট উৎসব, চমক থাকবে না তা কি হয়! জলপাইগুড়ি জেলার পাহাড়পুরে ভোটারদের জন্য এলাহি খাবার-দাবারের আয়োজন। পাহাড়পুর অঞ্চলের ১৭/২০৮/২০৯ ভোটারদের খাবারের ব্যবস্থা করে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।
কী থাকছে মেনুতে? জানা যায়, সকালের জলখাবারে ছিল, লুচি, লুচি, পনিরের তরকারি, কাবলি ছোলা। দুপুরের মেনুতে সাদা ভাত, ডাল, ডিমের কারি, চাটনি, তরকারি।
হঠাৎ কেন এই এলাহি আয়োজন? স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের কথায়, চোদে লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন সাধারণ মানুষ। এবং তা করতে যাতে তাঁদের কোনও অসুবিধা না হয় তার জন্যই এ ব্যবস্থা বলে দাবি পাতকাটা কলোনি এলাকার মানুষের। তবে কী শুধু দলীয় কর্মীদের জন্য এব্যবস্থা? তাঁরা বলেন, শুধু তৃণমূল কর্মী-সমর্থকই না সব ভোটাররাই তাঁদের ওখানে খেতে পারবেন। ছবি : সংগৃহীত
আরও খবর : Weather : গরম থেকে এখনই রেহাই? কী বলছে হাওয়া অফিস!
