



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভোট প্রচারে নেমেই স্বমহিমায় তৃণমূল বিধায়ক মদন মিত্র। শারিরীক অসুস্থতার জন্য লোকসভার ভোট (Lok Sabha Election 2024) প্রচারে তাঁকে সেভাবে দেখা যায়নি বলেই খবর। তবে এদিন নির্বাচনী প্রচারে মদন মিত্র সিপিআই (এম) -এর দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তীর উদ্দেশ্যে বলেন, ‘দমদমে সুজন চক্রবর্তী দাঁড়িয়েছেন। ওঁর চুল কালো করে পাঠাব।’ তিনি আরও বলেন, ‘ভোটের দিন তাজা হয়ে তৈরি থাকুন।সকাল ৬টায় নির্দেশ চলে যাবে কী করতে হবে। কীভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোটের দিন। এবং আমরা দাঁড়িয়ে থাকব পাহারা দেব।একটাও যেনও ফলস ভোট না পড়ে।’ কামারহাটির বিধায়ক মদন মিত্র-এর বাক্য-বাণের উত্তরে সিপিআই (এম) নেতা তথা দমদমের বাম-কংগ্রেস জোট প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, ‘ওঁর কর্মীরা এক ১ তারিখ গিয়ে বার্তা পৌঁছবে, ওই দিন ওরা কী করবে ! ভাল দাঁড়িয়ে থেকেই সবাই ভোট করান। মিটে গেল।’ তাঁর সম্পর্কে মন্তব্যে সুজন চক্রবর্তী আরও বলেন, মদন মিত্র আমাকে নিয়ে না ভেবে নিজের শরীরটা নিয়ে ভাবুন। হুঁশিয়ারি দেওয়াটা অনেকেরই কাজ। অনেকেই অনেক রকম হুঁশিয়ারি দেন। কিন্তু এবারের নির্বাচনে মানুষ হুঁশিয়ারি দিচ্ছে।তৃণমূল যেভাবে চলছে এবং বিজেপি যা করছে, মানুষ হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল আর বিজেপিকে।’ -সংগৃহীত ছবি
আরও পড়ুন : Heavy Rain alert: রাজ্যে কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস
