



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ষষ্ঠ দফার ভোটের আগে রাজ্যে ভোট প্রচারে আসছেন নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, পরপর দু’দিন প্রধানমন্ত্রী রাজ্যে মোট ছ’টি জনসভায় অংশ নেবেন। আগামী রবিবার বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকার ও বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-এর সমর্থনে জনসভা করার কথা। এছাড়াও সোমবারও প্রধানমন্ত্রী এ রাজ্যে চারটি সভা করবেন বলে বিজেপি সূত্রে জানা যায়। ওই দিন পুরুলিয়ায় জ্যোতির্ময় মাহাত, তমলুক ও ঘাটালের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও হিরণ চট্টোপাধ্যায়-এর জন্য একটি জনসভায় তাঁর অংশ নেওয়ার কথা। এছাড়াও ঝাড়্গ্রামে প্রণতী টুডু ও মেদিনীপুর অগ্নিমিত্রা পল-এর সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন নরেন্দ্র মোদী বলে উল্লেখ।
ছবি : সংগৃহীত
আরও খবর : Novelist Malti Joshi Demise : ঔপন্যাসিক মালতি জোশী প্রয়াত
