



সাশ্রয় নিউজ ★ কোচবিহার : লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election) কেন্দ্র করে অশান্তির খবর শীতলকুচিতে। সেখানে এক বিজেপি কর্মীর মাথা ফাটার অভিযোগ। অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনাটি ঘটে বরাদেওয়া প্রাথমিক বিদ্যালয়ে। বিজেপির অভিযোগ, ওই কর্মীর ওপর লোহার রড, বাঁশ দিয়ে আঘাত করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। আহত বিজেপি কর্মীর নাম সুন্দর মাহাতো। বিজেপি সূত্রে খবর যে, ঘটনাটি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানো হয়েছে। তবে তৃণমূল কংগ্রেস তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের কথায়, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিজেপির ঝামেলা হয়। ওই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই।
আরও খবর : Lok Sabha Election 2024 Coochbehar : কোচবিহারে CRPF জওয়ানের মৃত্যু
