



সাশ্রয় নিউজ ডেস্ক ★ ঢাকা : বাংলা সাহিত্যের যুগযুগান্তরের ধারাবাহিতায় আধুনিক কবিতাকে উজ্জ্বল করে রেখেছেন সাহিত্য প্রেমীরা। আর এর সঙ্গে বাংলার অপরূপ প্রকৃতির যেন কবি হয়ে ওঠার বোধের এক চিরন্তন জগত তৈরি করেন কবিদের মানস সত্ত্বা।
গত শুক্রবার ৩ মে সংস্কৃতি বিকাশ কেন্দ্র পরিবাগ – ঢাকায় শব্দকুঠি-এর আয়োজনে প্রচণ্ড দাবদাহ সন্ধ্যায় কাব্য প্রেমিকরা, ছুটে আসেন কাব্য সভায়। এদিনের সভায় উপস্থিত ছিলেন, কবি নাজিয়া আফরিন, শব্দকুঠির সভাপতি রেজাউদ্দিন স্টালিন, কবি জাহানারা বুলা,
কবি রোকসানা রহমান, কবি সাহি সবুর, কবি মাহবুবুর রহমান প্রমুখ।

সভাকবি নাজিয়া আফরিন তাঁর কবিতা পাঠে সকলকে মুগ্ধ করেন। আলোকিত ও সমৃদ্ধ করে তোলেন সাহিত্য প্রেমিক কবি কাউসারী মালেক রোজী স্বরচিত কবিতা পাঠে। অসাধারণ মনোমুগ্ধকর আটটি কবিতাই সমৃদ্ব করে তোলেন এদিনের কাব্য-সভা। কবি বলার অপেক্ষা রাখেননি, একজন নারী যখন সত্যিকারের কবি হয়ে ওঠেন- তারই স্বাক্ষর রেখেছেন শুক্রবার সন্ধের সাহিত্য সভায়। আলোচনায় শব্দকুঠির প্রতিষ্ঠাতা সভাপতি, শব্দকুঠির ত্রৈমাসিক পত্রিকার প্রধান সম্পাদক, বাংলা একাডেমীর পুরস্কার প্রাপ্ত বাংলার খ্যাতিমান ও আন্তর্জাতিক কবি রেজাউদ্দিন স্টালিন, সমৃদ্ধ আলোচনায় বলেন, ‘সকলেই কবি নয়, কেউ কেউ কবি।’ একথার প্রেক্ষিতে কবি বলেন, অনেকে বলেন সবাই কেন কবি হতে চায়! রেজাউদ্দিন স্টালিনের চমৎকার বক্তৃতায় বলেন, ‘বানের জলের মত ছুটে আসুক লক্ষ, লক্ষ কবি আমাদের এই বাংলা ভাষা ছড়িয়ে পড়ুক বিশ্বলয়ে। এখানেই একজন বড় কবির সার্থকতা, কারণ এত বড় কবি শুধু দেশেই নয়।’ কবি রেজাউদ্দিন স্টালিন আন্তর্জাতিক কবি হয়েও তার মানবতাবোধ, অনেক উচ্চস্তরে। এবং আলোচনায় কবিতা বিষয়ক যে সমৃদ্ধ
আলোচনা করেছেন, আসা করি তরুণ প্রজন্মদের, অনুপ্রেরিত করবেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এদিনের কাব্য সভা সন্মানিত কবিরা, শব্দকুঠি সদস্যবৃন্দ, আলোচক, সভাপতি, সম্পাদক ও সকল কবিদের আগমনে বেশ জমে উঠেছিল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন শব্দকুঠির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শব্দকুঠি ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক, কবি রোকসানা রহমান।
